আওয়ার ইসলাম: ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৫১৩ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে এ কথা বলা হয়েছে।
একদিনে করোনায় মারা গেছেন ৭৬৮ জন। এ নিয়ে ৩৪ হাজার ১৯৩ জনের প্রাণ গেল করোনায়।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, গত ১২ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ মানুষ। এখন দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩১ হাজার ৬৬৯ জন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর করোনা সংক্রমণের বিচারে বিশ্ব তালিকায় তিন নম্বরে আছে ভারতের নাম।
এমডব্লিউ/