বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

হজের জন্য প্রস্তুত মক্কা মোকাররমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কয়দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের সীমিত পরিসরের হজ। এ উপলক্ষে মক্কা পৌরসভা কর্তৃপক্ষ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে ঘোষণা দিয়েছে।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবার তারা হজের সব কার্যক্রম পরিচালনা করতে অঙ্গীকারবদ্ধ। সে লক্ষ্যে বাড়তি কর্মীও তারা নিয়োগ দিয়েছে।

আরব নিউজের বরাতে জানা যায়, এবারের হজকে সামনে রেখে মক্কা পৌরসভা কর্তৃপক্ষ ১৮ হাজার ৪৯০ জন কর্মী নিয়োগ দিয়েছে। হাজিদের সব সুবিধা নিশ্চিতেই বাড়তি কর্মী নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। নতুন করে আরো ২৮টি সার্ভিস সেন্টার খুলেছে মক্কা কর্তৃপক্ষ। সেখানে হাজিদের জন্য সব রকম সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

পরিচ্ছন্নতার জন্য ১৩ হাজার ৫০০ জন পরিচ্ছন্নকর্মী নিয়োজিত করা হয়েছে। হজ চলাকালীন এসব কর্মী ২৪ ঘণ্টা কাজ করবে। তারা মক্কা, মিনা, আরাফা ও আশপাশের জায়গাগুলোতে কাজ করে যাবে। হাজিরা যে যে স্থানে যাবেন সেসব স্থানের বিভিন্ন জায়াগায় ৮৭ হাজার ৯০০ ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

হজ চলাকালীন ওই এলাকার মার্কেট, সুপারশপ, খাবারের দোকান ও রেস্টুরেন্টের ওপর বিশেষ নজর রাখবে মনিটরিং দল। এছাড়া মুদি দোকান, সেলুন ও লন্ড্রিগুলোতেও থাকবে বিশেষ নজরদারি।

এই মনিটরিং দল হজের সময় পণ্যের দাম ও স্বাদ পরখ করে দেখবে। কোনো অসামঞ্জস্যতা পেলে সঙ্গে সঙ্গে সে বিষয়ে ব্যবস্থা নেবে। এছাড়া সড়াইখানাগুলোকে সর্বোচ্চ কার্যক্ষমতায় পৌঁছানোর দায়িত্ব নিয়েছে তারা। সে লক্ষ্যেই তারা এগোচ্ছে বলে জানা গেছে।

মক্কার মেয়র মোহাম্মদ আবদুল্লাহ আল-কুওয়াইহিস বলেন, সৌদি সরকার এ বছর সীমিত আকারে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে। সব পরিকল্পনাও সে মোতাবেক করা হয়েছে। মক্কা পৌসরভা সে পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে করে হাজিরা শান্তিতে ও নির্বিঘ্নে হজের সব কার্যক্রমে অংশ নিতে পারবেন। তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আশা করা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ