আওয়ার ইসলাম: দখলদার রাষ্ট্র ইসরায়েলের ছোড়া একটি শক্তিশালী ড্রোন ভূপাতিত করেছে লেবানন। দেশটির আকাশসীমায় অবৈধভাবে প্রবেশের কারণে লেবাননের দক্ষিণ সীমান্তে তৎপরতা চালাতে গিয়ে ড্রোনটি বিধ্বস্ত করা হয়।
রোববার (২৬ জুলাই) ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবাননের ভূখণ্ডে তাদের ড্রোন বিধ্বস্ত হলেও এ থেকে তাদের কোনো ধরনের তথ্য ফাঁস হয়ে যায়নি।
এদিকে ইসরায়েলের গণমাধ্যমের দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণে ড্রোনটি লেবাননে বিধ্বস্ত হয়েছে। এর সঙ্গে সেখানকার সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নেই।
অপর দিকে দিনের শুরুতে লেবাননের সামরিক বাহিনী জানিয়েছিল, ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের বেশ কয়েকটি ড্রোন দেশের দক্ষিণাঞ্চলে অবৈধভাবে প্রবেশ করেছে। যার মধ্যে একটিকে ইতোমধ্যে ভূপাতিত করা হয়েছে।
গত দুই দিনে এ নিয়ে অন্তত ২৯ বার ইসরায়েলি ড্রোন লেবাননের আকাশসীমা অতিক্রম করেছে বলে দাবী সেনাদের।
তেলআবিব বলছে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষ থেকে হুমকি বেড়ে যাওয়ার কারণে তারা দেশের উত্তরাঞ্চলীয় সীমান্তে সেনা মোতায়েন জোরদার করেছে।
-এএ