আওয়ার ইসলাম: বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসা ফিলিস্তিনি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের রেড লাইন বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এ জন্য পবিত্র এই স্থাপনার প্রতি সমর্থন জানানো বিশ্ব মুসলিমের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলবিরোধী এক প্রতিবাদ সমাবেশে দেয়া ভাষণে এ সব কথা বলেছেন হামাসের মুখপাত্র ফৌজি বারহুম।
দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদুল আকসার বাব-আর-রাহমাহ চত্বরে নামাজ আদায়ের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে তার প্রতিবাদে ওই সমাবেশ আয়োজন করা হয় বলে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে।
সমাবেশে দেওয়া ভাষণে বারহুম বলেন, ফিলিস্তিনের চিরকালীন রাজধানী বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম। সুতরাং আমেরিকা ও দখলদার ইসরায়েল কথিত ডিল অব দ্য সেঞ্চুরি বাস্তবায়নের যত চেষ্টাই করুক না কেন, তাতে এ বাস্তবতা মুছে ফেলা যাবে না।
খবরে বলা হয়েছে, প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামি জিহাদ আন্দোলনের কেন্দ্রীয় নেতা খাদার হাবিব। তিনি বলেন, দখলদার ইসরায়েল কুদস শরীফকে কেন্দ্র করে যেসব অশুভ পরিকল্পনা প্রণয়ন করছে, তার একটিও বাস্তবায়নের অনুমতি দেবে না ফিলিস্তিনি জনগণ।
-এটি