রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১১ জিলকদ ১৪৪৫


করোনা: মসজিদ খোলার বিবৃতি, সরকার-আলেমদের যৌথ পরামর্শ বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লাবীব আব্দুল্লাহ।।

গতকাল (মঙ্গলবার) পাকিস্তানে একটি বিবৃতির পর এই দেশে মসজিদ খুলে দেওয়ার জন্য বিবৃতির হিড়িক কেন? দেশের পরিস্থতিতি অনুযায়ী আলেমদের সম্মিলিত ফায়সালা হলে ভালো৷ বিচ্ছিন্ন বিবৃতি কোনো সমাধান নয়৷ পারলে মক্কাতুল মুকাররামা ও মদীনা মুনাওয়ারার কথা বলতে পারেন এবং ওমরার কথা বলেন৷

বিবৃতি দেওয়া একটি অধিকার কিন্তু এইসব বিবৃতি রাজনৈতিক বিব়ৃতি মনে হয়৷ সরকার আলেমদের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত করেছে৷ এই দেশে করোনা সংকট কত ভয়াবহ তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে৷ শহর থেকে ছড়িয়ে পড়ছে গ্রামে৷ মহামারির রঙ নিচ্ছে৷ আল্লাহ হেফাজত করুন৷

সিলেটে মরহুম ডাক্তার মুঈন এর করোনায় মৃত্যু আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার হ-য-ব-র-ল স্পষ্ট করে দিচ্ছে৷ দেশে যখন মৃত্যুর মিছিল বাড়ছে এই সময় পরামর্শহীন এক শ্রেণির মসজিদ খুলে দেবার দাবি মাকাসিদে শারীয়াহ বা ইসলামী শারীয়াহ অনুযায়ী কতটা বাস্তবসম্মত? তাছাড়া যদি সরকারের কাছে এই দাবি করতেই হয় তাহলে দেশের সব ঘরাণার আলেমদের নিয়ে একটি পরামর্শ করে করলে ভালো৷ দেশের শীর্ষ আলেমদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করে জাতি৷

আমরা আল্লাহমুখী হই৷ মসজিদে এখনও আজান হচ্ছে৷ জুমা হচ্ছে সীমিত আকারে৷ এটি তো হচ্ছেই৷

সব কিছুতে বাজার, গার্মেন্টস বা রাস্তায় মানুষের ভীড়ের সঙ্গে কিয়াস বা তুলনা করে মসজিদ খোলে দেবার কথা বলা দীনি ফাকাহাত ও গভীর ইলমের পরিচয় বহন করে না৷

সংকটমুক্ত হলে মসজিদ মাদরাসা স্বাভাবিক হবেই আমাদের দেশে৷ এই সাময়িক সীমিতকরণ তো সরকারের কোনো ষড়যন্ত্র নয় বরং সতর্কতা৷

আমরা আশা করতে পারি যার যার মতো বিবৃতি নয় প্রয়োজন আলেম উলামা ও সরকারের সঙ্গে যৌথ বৈঠক এবং সব ঘরানার আলেম উলামাদের যৌথ সিদ্ধান্ত৷ জাতীয় সংকটে আলেমদের দায়িত্বপূর্ণ মতামত, অবদান ও সহযোগিতা হোক৷ মিডিয়ায় চালচোরের খবর৷ চিকিৎসার প্রতি আরও দায়িত্বশীল হতে কথা বলা যেতে পারে৷ আলেমদের প্রেসার থাকতে পারে৷ তাকাদা থাকতে পারে সরকারের প্রতি৷

জীবনের জন্য ইসলাম৷ জীবনের জন্য শরীয়াহ৷ এই জীবন আল্লাহর জন্য৷ ইসলাম সহজ পথের কথা বলে৷ কখনও আযীমত না হয়ে রুখসাহর কথা বলে৷

বিশ্ববাসী করোনাসংকট থেকে মুক্ত হোক৷ শুরু হোক ওমরা৷ শুরু হোক স্বাভাবিক কার্যক্রম মসজিদ মাদরাসার৷ আল্লাহ রহমতের বারিধারা বর্ষণ করুন৷

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ