শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


খাগড়াছড়িতে নতুন করে হামে আক্রান্ত ১৪ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে নতুন করে আরও ১৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের বয়স ৬ থেকে ১৩ বছর। উপজেলার দুর্গম রথীচন্দ্র কার্বারী পাড়ায় এ ঘটনা ঘটেছে।

বুধবার দীঘিনালার দুর্গম রথীচন্দ্র কার্বারী পাড়া থেকে নতুন করে হাম রোগে আক্রান্ত ১৪ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তনয় তালকুদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাম আক্রান্ত দীঘিনালার প্রায় সাতটি গ্রামে শনিবার থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচে শিশুদের এসব টিকা দেয়া হবে।

এর আগে ২৯ মার্চ হাম রোগে আক্রান্ত হয়ে মারা যায় রথীচন্দ্র কার্বারী পাড়ার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধনিকা ত্রিপুরা। এই পর্যন্ত হাম রোগে আক্রান্ত হয়ে জেলায় চিকিৎসা নিয়েছে ৬৭ জন।

-এএ


সম্পর্কিত খবর