শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়ালো যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা হাজার ছাড়ালো। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী দেশটিতে এ পর্যন্ত ১ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৪৮৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ৩৯৪ জন।

আজ-জাজিরা বলছে, ভয়াবহ এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের সিনেট দুই লাখ কোটি ডলারের বাজেট পাস করেছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর তা আস্তে আস্তে প্রায় দুই শ দেশে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী মরণঘাতী ভাইরাসটির সংক্রমণে বিশ্বে ২১ হাজার ৩০৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৮৮২ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে প্রায় সোয়া লাখ।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল বুধবার পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন সাতজন।

-এটি


সম্পর্কিত খবর