বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

করোনার সমাধান দিলে লাখ টাকা দেয়ার ঘোষণা দিলেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে প্রতিদিনই নতুন কোনো একটি দেশ আক্রান্ত হচ্ছে। এটির সংক্রমণ রোধ করার কোনো উপায় এখন পর্যন্ত কেউ বের করতে পারেনি। ইতোমধ্যে ভাইরাসটিকে মহামারি হিসেবেও ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি এর সংক্রমণ রোধে সংক্রমিত দেশের রাষ্ট্রপ্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

করোনার প্রভাবে ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিতে ধস নেমেছে। বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, রেস্টুরেন্ট, বার, যানবাহন, অফিস-আদালত সবকিছু বন্ধ করে দেয়া হয়েছে। ফলে চাকরি হারিয়েছেন অন্তত লক্ষাধিক মানুষ। এ ছাড়া বেকারত্বের সংখ্যাও বেড়ে চলেছে। স্থগিত করে দেয়া হয়েছে বিশ্বের অধিকাংশ ক্রীড়া ইভেন্ট।

অনেক দেশ বিশ্ব থেকে নিজেদের পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছে। বাইর থেকে কাউকে নিজেদের দেশে ঢুকতে দিচ্ছে না। পাশাপাশি নিজ দেশ থেকেও বাইরে যাওয়া নিষেধ। এতে পর্যটন ব্যবসায় মারাত্বক ধস নেমেছে। এভাবে চলতে থাকলে এক মহা সংকটের মধ্যে পড়বে পুরো পৃথিবী।

সংক্রমিত দেশগুলো করোনা মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তারপরও ভাইরাসটির সংক্রমণ কোনোভাবেই কমছে না। প্রতিদিনই মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এমনই প্রেক্ষাপটে করোনা রুখতে নতুন এক ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক টুইট বার্তায় তিনি ঘোষণা দেন, যিনি বা যারা করোনা প্রতিরোধের উপায় বলতে পারবেন, তাদের জন্য লাখ টাকা পুরস্কার বরাদ্দ থাকবে।

উল্লেখ্য, ভারতে করোনাভাইরাসে এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছেন অন্তত ১৩২ জন। ভাইরাসটির সংক্রমণ রোধ করতে ইতোমধ্যে পুরো দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ