বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

মুক্তির পর ছেলেকে দেখতে জেলেখানায় ফারুক আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ সাত মাস পর গত শুক্রবার গৃহবন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পর শনিবার (১৪ মার্চ) ছেলে ওমর আব্দুল্লাহকে দেখতে শ্রীনগরের সাব জেলে চলে যান তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বন্দি দশা থেকে মুক্তি পাবার পর শনিবার নিজ বাসভবন থেকে বের হয়ে শ্রীনগরের হরি নিবাসে যান ফারুক। সেখানে তৈরি সাব জেলে আটক তার ছেলে ওমরের সঙ্গে দেখা করেন তিনি। এসময়  তার সঙ্গে যান স্ত্রী, কন্যাও।

গত বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে দেশটির কেন্দ্রীয় সরকার। এর পর জনসুরক্ষা আইনের আওতায় ফারুকসহ কাশ্মীরের শীর্ষ নেতাদের আটক করা হয়। ওই আইনে তিন মাস বন্দি রাখার বিধান থাকলেও পরে তাদের বন্দিত্বের মেয়াদ বাড়ায় নরেন্দ্র মোদির সরকার।

অবশেষে সাত মাস পর শুক্রবার মুক্তি পান ফারুক আব্দুল্লাহ। মুক্তি পাওয়ার পর তিনি বলেন, আমার বিশ্বাসই হচ্ছে না আমি মুক্তি পেয়েছি। আশা করছি, আমার মতো অন্যদেরও মুক্তি দেয়া হবে।

এনডিটিভি জানায়, মুক্তি পাওয়ার পরই নিজের ছেলেকে দেখতে যাওয়ার আবেদন করেন ফারুক। জম্মু-কাশ্মীর প্রশাসন তার আবেদন মঞ্জুর করে ছেলের সঙ্গে দেখা করার অনুমতি দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ