আওয়ার ইসলাম: ইরাকে মোতায়েন মার্কিন সেনাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী।
গতকাল শনিবার ইরাকি সশস্ত্র বাহিনী বলেছে, দেশের জাতীয় সংসদে পাস হওয়া প্রস্তাব অনুসারে আমেরিকার সমস্ত সেনাকে প্রত্যাহার করতে হবে।
ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির কয়েকটি অবস্থানের ওপর মার্কিন বাহিনীর পক্ষ থেকে কয়েক দফা বিমান হামলা চালানোর পর এই দাবি জানানো হলো। ইরাকি সামরিক বাহিনী বলেছে, মার্কিন সেনাদেরকে অবশ্যই ইরাকি সংসদে পাস হওয়া প্রস্তাব অনুসারে কাজ করতে হবে।
গত ৫ই জানুয়ারি ইরাকের জাতীয় সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তাদের দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য একটি প্রস্তাব পাস করেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে মার্কিন সেনারা ড্রোন হামলার মাধ্যমে হত্যা করার পর ইরাকের সংসদে এ প্রস্তাব পাস করা হয়।
এরপর ৯ই জানুয়ারি ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি তার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান।
ইরাকের ফাতাহ জোটের সংসদ সদস্য আহমাদ আল-কিনানি বলেছেন, ইরাকের মাটি থেকে এক্ষুনি মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, বিশ্বের বহু দেশের নেতা-নেত্রীরা আমাদের সঙ্গে একমত যে, গত ১৬ বছর ধরে ইরাকে যা ঘটে চলেছে বা ঘটছে তার জন্য প্রধানত দায়ী মার্কিন হস্তক্ষেপ।
-এটি