আবদুল্লাহ তামিম
করোনাভাইরাস আতঙ্কে পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান সব মাদরাসাও বন্ধ ঘোষণা করেছে।
বেফাকুল মাদারিসিল আরবিয়া পাকিস্তানের সেক্রেটারি জেনারেল মাওলানা কারি হানিফ জলন্ধরী এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।
পাকিস্তানের দারুল উলুম করাচিতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে মাদরাসাসমূহ ৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। পরীক্ষার পরবর্তি সময়সূচী জানিয়ে দেয়া হবে।
তিনি মাদরাসার ছাত্রদের নিজ নিজ এলাকায় তাওবা এস্তেগফার এর নির্দেশ দেন। বেশি বেশি দোয়া করতে বলেন।
এর আগে, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এবং সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রীর ঘোষণায় সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
টুইটে তিনি বলেন, আগামী ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই কাল থেকে পাকিস্তানের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভকেশনাল ও মাদ্রাসা বন্ধ থাকবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে। পাকিস্তান সরকার সব রকম গণজমায়েত থেকে দেশের নাগরিকদের দূরে থাকার পরামর্শও দিয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩১ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।
সূত্র: পাকিস্তান বিননূরিয়া মিডিয়া
-এটি