বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

করোনা: সৌদিতে জুমার নামাজ ও জামাত নিয়ে শীর্ষ আলেমদের ৩ সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের হুবেই প্রদেশের উহানে সৃষ্ট করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন ধর্মীয় নেতারা। করোনা শিকার অনেক মুসলিম দেশও এ মহামারি সামাল দিতে হিমশিম খাচ্ছে। বিভিন্ন দেশে মসজিদ বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

এদিকে সৌদি আরবে  সাময়িকভাবে বন্ধ আছে পবিত্র ওমরাহ। মহামারী ও তার বিস্তারের আশঙ্কায় জুমা ও জামাতে নামাজের ব্যাপারে সৌদি আরবের শীর্ষ আলেমরা ৩টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার রাজধানী রিয়াদে এক অধিবেশনে তারা এসব সিদ্ধান্ত নিয়েছে। রিয়াদে অনুষ্ঠিত শীর্ষ আলেমদের কাউন্সিলের ২৪ তম বিশেষ অধিবেশন ছিল এটি।

সৌদি সরকারি সংবাদ সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, অধিবেশনে মহামারি ও তার বিস্তারের আশঙ্কায় শুক্রবারের জুমা ও জামাতে নামাজ আদায় না করার বৈধতা সংক্রান্ত মাসআলা উপস্থাপন করা হয়।

এতে ইসলামি শরিয়তের বিধান, উদ্দেশ্য, রীতিনীতি এবং এই বিষয়ে প্রজ্ঞাবান আলেমদের বক্তব্যের ওপর ভিত্তি করে, শীর্ষ আলেমদের কাউন্সিল গুরুত্বপূর্ণ ৩টি সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সিদ্ধান্তগুলো হলো- 

১. মহামারিতে আক্রান্তদের জন্য শুক্রবার জুমা নামাজ এবং জামাতে নামাজ পড়া নিষিদ্ধ।

২. যদি কর্তৃপক্ষ নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে আলাদা থাকার সিদ্ধান্ত প্রদান করে; তাহলে সে তা মেনে চলতে বাধ্য থাকবে। সে জামাতে নামাজ ও জুমার নামাজ পড়বে না বরং নিজ বাড়িতে বা কোনো পৃথক জায়গায় নামাজ পড়বে।

৩. যদি কেউ  আশঙ্কা করে যে তার দ্বারা অন্য কারও ক্ষতি হতে পারে অথবা সে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে; তবে তার জন্য জুমার নামাজ ও জামাতে নামাজ পড়া থেকে বিরত থাকার সুযোগ রয়েছে।

যাদের মাঝে উক্ত কারণগুলো পাওয়া যাবে তারা জুমআর পরিবর্তে যোহরোর চার রাকাআত নামাজ আদায় করবে বলে ঘোষণা দিয়েছে শীর্ষ আলেমদের কাউন্সিল।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজারে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজারের বেশি আক্রান্ত ব্যক্তি।

আল-আরাবিয়া অবলম্বনে আব্দুর রহমান শরীয়তপুরী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ