আবদুল্লাহ তামিম।।
ইন্দোনেশিয়ার পরিবাহনমন্ত্রী বোদি কারইয়া সুমাদি করোনায় আক্রান্ত বলে খবর পাওয়া গেছে।
ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম বারনামা জানায়, ইন্দোনেশিয়ার এ মন্ত্রীসহ মোট ৭৬ জন করোনায় আক্রান্ত। বর্তমানে তাকে জাকার্তার গ্যাটোট সোয়েব্রোটো আর্মি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইন্দোনেশিয়ার মন্ত্রী প্রফেসর ড. প্রাতিকানো গতকাল রাতে স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সংবাদ সম্মেলনে পরিবাহনমন্ত্রী আক্রান্ত হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
৬৩ বছর বয়সি পরিবাহনমন্ত্রী বোদি কারইয়া ২০১৬ সাল থেকে এ পদে রয়েছেন বলে জানা যায়।
বরানামা থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
-এটি