আওয়ার ইসলাম: জাতির উদ্দেশ্যে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়ে বলেন শুক্রবার মধ্যরাত থেকে তা কার্যকর হচ্ছে। স্বাস্থ্যখাতের শীর্ষ পরামর্শদাতাদের সঙ্গে আলাপ করেই এ ধরনের সিদ্ধান্ত তিনি নিয়েছেন।
ট্রাম্প বলেন, করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন ধরনের পদক্ষেপের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিকদের মঙ্গলের দিকটি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ব্রিটেনে এ নিষেধাজ্ঞার বাইরে থাকছে।
ইউরোপের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞায় জলপথও যুক্ত করা হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা জানান ট্রাম্প। ইউরোপ থেকে বাণিজ্যিক জাহাজে পণ্য সম্ভার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধ করলেও অন্যান্য ধরনের জিনিসও আলোচনা সাপেক্ষে যুক্তরাষ্ট্রে আসার পথটি খোলা রেখেছেন ট্রাম্প।
একই সঙ্গে যে সব বিদেশি নাগরিক গত দুই সপ্তাহ ইউরোপে অবস্থান করেছেন এমন ব্যক্তিদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের স্থায়ী বৈধ নাগরিক এ আওতার বাইরে থাকবে।
হোমল্যান্ড সিকিউরিটির প্রধান চাদ ওল্ফ বলেছেন যেসব মার্কিন নাগরিক ইউরোপ সফর শেষে দেশে ফিরবেন তাদের নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহার করতে হবে যাতে তারা বিশেষ স্বাস্থ্য পরীক্ষার আওতায় পড়েন।
আরএম/