বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

মার্কিন বিমান হামলায় ২৬ ইরাকি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ওপর প্রাণঘাতী আক্রমণের জবাবে সিরিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরাকের আধা সামরিক বাহিনী হাশেদ আল-শাবি গোষ্ঠীর ২৬ যোদ্ধার প্রাণহানি ঘটেছে। তাছাড়া গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা ফ্রান্স ২৪।

গত বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে চালানো হামলার হালনাগাদ তথ্য দিতে গিয়ে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, মার্কিন সামরিক জোট এই হামলাটি চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যদিও জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিরিয়ার সীমান্ত সংলগ্ন শহর আলবু কামালের কাছে বিমান হামলা চালানোর আগে বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন জোটের ইরাকি ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট গিয়ে আঘাত হানে। এতে এক মার্কিন ও ব্রিটিশ সেনাসহ মোট তিনজনের প্রাণহানি ঘটে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামলাটি চালানো হয়। এবার মূলত মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেটগুলো ছোড়া হয়েছে। যদিও ভয়াবহ এই রকেট হামলার দায় এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি। তবে যুক্তরাষ্ট্র এই আধাসামরিক গোষ্ঠীর ওপরই শুরু থেকে দায় চাপিয়ে আসছে।

এ দিকে ভয়াবহ সেই আক্রমণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, রাতের অন্ধকারে রকেটগুলো তাজি সেনা ঘাঁটি সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়।

এক টুইট বার্তায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল মাইলস ক্যাগিনস বলেন, এটা নিশ্চিত যে তাজি ঘাঁটিতে সেনাদের লক্ষ্য করে অন্তত ১৫টিরও অধিক ছোট রকেট ছোড়া হয়েছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ