আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলছে প্রতিনিয়ত। থামানো যাচ্ছে না কোনোভাবেই। এর মধ্যেই ভাইরাসের সংক্রমণ নিয়ে ভয়ঙ্কর এক তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংস্থাটি বলছে, ভাইরাসটির কেন্দ্রস্থল চীনে যে গতিতে ছড়িয়েছে তার থেকে ১৭ গুণ বেশি গতিতে ছড়াচ্ছে অন্যান্য দেশগুলোতে।
সংস্থাটির ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস বলেন, প্রাণঘাতী এই ভাইরাসটিকে যেভাবেই হোক ঠেকাতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একত্রে এর বিরুদ্ধে সংগ্রাম করে যেতে হবে। কারণ চীনের বাইরে ভাইরাসটি প্রায় ১৭ গুণ বেশি গতিতে ছড়াচ্ছে। তাই সবাইকে একত্র হয়ে কাজ করে যেতে হবে।
করোনা ভাইরাসে চীনসহ সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ৯৬ হাজারের বেশি মানুষ। মারা গেছে ৩ হাজার ৩০০ জন। আক্রান্ত ও মুত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশে। চীনের পর ভাইরাসটি নিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইতালি। বিশ্বের যেকোনো দেশের চেয়ে এখানে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।
এদিকে ইতালির পর সবচেয়ে বেশি মারা গেছে ইরানে। দেশটিতে এখন পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫১৩ জন। এর মধ্যে দেশটির একজন মন্ত্রী ও সাবেক রাষ্ট্রদূতও রয়েছেন।
-এএ