আওয়ার ইসলাম: ভারতের বিহার ও ঝারখন্ডের বিভিন্ন ‘খানকাহ’র ৩০ জনের বেশি ধর্মীয় নেতা প্রথমবারের মতো নাগরিকত্ব আইন-সিএএ, এনপিআর ও এনআরসির প্রতিবাদে সমাবেশ ও বৈঠক করেন।
আজ বৃহস্পতিবার বিহারের মুজিবিয়া খানকাহ-য়ে আয়োজিত এই বৈঠক থেকে নাগরিকত্ব আইন পুরোপুরি বাতিল করার ঘোষণা দিয়েছেন এসব ধর্মীয় নেতারা। নিউজ১৮
ধর্মীয় নেতারা এসময় রাজ্য পর্যায়ে নাগরিকত্ব আইন-বিরোধী প্রচারের ঘোষণা দেন এবং সমাজের সব ধরণের মানুষকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
নেতারা বলেন, খানকাহগুলো সমাজে দারুণ প্রভাব ফেলেছে এবং সমাজের প্রতিটি অংশের সঙ্গে খানকাহগুলোর সম্পর্ক রয়েছে। তাই খানকাহগুলোকে সাধারণ মানুষের দুখে এগিয়ে আসতে হবে। বিজেপি সরকারের এই আইন ভারতীয় নাগরিকদের ওপর জুলুম।
এদিকে ভারতের রাজধানী দিল্লিতে নাগরিকত্ব আইনের বিরোধিতা করায় মুসলিমদের ওপর ব্যাপক সহিংসতা চালানো হচ্ছে। মুসলিমদের ঘরবাড়ি, দোকান-পাট আগুন দিচ্ছে উগ্রহিন্দুত্ববাদীরা। হিন্দুদের নির্যাতনে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছেন বহু মুসলিম।
দিল্লির সহিংসতায় ৭০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে গতকাল বুধবার দাবি করেছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দিল্লির পরিস্থিতি এখন দুঃখজনক। অজস্র গৃহহীন হয়েছেন। স্তূপে মৃতদেহ জমেছে। নর্দমা থেকে দেহ উদ্ধার হচ্ছে।
উল্লেখ্য, দিল্লিতে ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া হিন্দুত্ববাদী তাণ্ডবে নিহতের সংখ্যা ৪২-এ। ২১ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সহিংসতায় আহত হন তিন শতাধিক মানুষ। যাদের অনেকেই দৃষ্টিশক্তিও পুরোপুরি হারিয়ে ফেলেছেন। সূত্র: নিউজ ১৮ উর্দু
-এটি