বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

দিল্লি সহিংসতা: মৃতের সংখ্যা বেড়ে ৫৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিল্লির সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩।

গত সপ্তাহে টানা পাঁচদিন ধরে তাণ্ডব চলেছিল উত্তর-পূর্ব দিল্লির বিস্তীর্ণ অংশে। সিএএ বিরোধী এবং সমর্থকদের বারবার সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজধানী শহর।

গত রোববার ১ মার্চ থেকেই অশান্তি শুরু হয় দিল্লিতে। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়তে থাকে। আজ বৃহস্পতিবার জানা যায়, এখনও পর্যন্ত দিল্লি হিংসার বলি হয়েছেন ৫৩ জন। গুরু তেগ বাহাদুর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে।

এর আগে এ হাসপাতালে মৃতের সংখ্যা ছিল ৩৮। আজ ছ’জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪। এছাড়াও আজ আরএমএল হাসপাতালে মৃত্যু হয়েছে পাঁচজনের। এলএনজেপি হাসপাতালে ৩ জনের এবং জগ প্রবেশ চন্দ্র হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত দিল্লি হিংসায় মোট মৃতের সংখ্যা ৫৩।

জানা যায়, দিল্লি পুলিশের হেড কনস্টেবল রতন লাল এবং গোয়েন্দা অফিসার অঙ্কিত শর্মা নিহত হয়। গত সপ্তাহের ম্যারাথন সংঘর্ষের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর-পূর্ব দিল্লির শিব বিহার, জাফরাবাদ এবং চাঁদবাগ এলাকা। এই আচঁদবাগ এলাকাতেই আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেনের বাড়ির কাছে একটি নর্দমা থেকে উদ্ধার হয় আইবি অফিসার অঙ্কিত শর্মার ক্ষতবিক্ষত দেহ।

গোয়েন্দা অফিসারকে খুনে নাম জড়িয়েছিল আপ নেতা তাহির হুসেনের। পার্টি থেকে সাসপেন্ডও হন তিনি। দীর্ঘদিন ফেরার থাকার পর অবশেষে বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছেন তাহির হুসেন। অন্যদিকে দিল্লি হামলার সময়ে ভাইরাল হয়েছিল আর এক যুবকের ছবি।

সীলমপুরের বাসিন্দা শাহরুখ এখন পরিচিত নাম। লাল টি-শার্ট পরে জাফরাবাদের রাস্তায় বন্দুক উঁচিয়ে নিরস্ত্র পুলিশকর্মের উপর আস্ফালন দেখিয়েছিল এই যুবক। তার গ্রেফতারি নিয়েও হয়েছিল নানা বিভ্রান্তি। তবে অবশেষে এই শাহরুখকেও হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। টানা পঁচদিনের তাণ্ডবে অসংখ্য দোকানপাট, বাড়িঘর, স্কুল পুড়েছে উত্তর-পূর্ব দিল্লিতে।

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, ২০০টি বাড়ি এবং ৩২৭টি দোকান পুড়েছে এই সংঘর্ষের জেরে। অন্যদিকে পরিসংখ্যান বলছে, ৬৫৪টি অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার এবং আটক মিলিয়ে মোট সংখ্যা ১৮২০। অস্ত্র আইনে রুজু হয়েছে চারটি মামলা। আহত হয়েছেন ৩০০শ এরও বেশি মানুষ। দ্যা ওয়াল নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ