আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ইচ্ছাকৃতভাবে দেশে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়াচ্ছেন। তারা এটি করছেন দিল্লির সহিংসতা ঢাকতে।
গতকাল বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় এক কর্মীসভায় এ মন্তব্য করেন মমতা।
তিনি বলেন, দিল্লিতে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। অযথা এই ভাইরাস নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। মূলত বিজেপি সরকার দিল্লি সংঘর্ষে নিহতের ঘটনার ধামাচাপা দিতেই করোনা ভাইরাসের আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন।
মমতা বলেন, সিএএ নিয়ে দিল্লিতে যা হয়েছে তা মর্মান্তিক। সরকারের নির্দেশে সেখানে লাশের স্তূপ হয়ে গেছে। এখনো অনেক মানুষ দিল্লিতে গৃহহীন হয়ে বসবাস করছে। সহিংস ঘটনায় অগণিত মানুষ প্রাণ হারিয়েছেন। এখনো শহরের বিভিন্ন নর্দমা থেকে লাশ উদ্ধার হচ্ছে। ৭০০ মানুষের এখনো কোনো হদিস পাওয়া যায়নি।
দিল্লির সহিংসতাকে গণহত্যা উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনাকে অনেকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে আখ্যা দিয়েছেন। সত্য হচ্ছে- এটি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়, বরং এটি একটি গণহত্যা। আপনারা সব জায়গায় দিল্লির ঘটনাকে গণহত্যা হিসেবে প্রচার করবেন।
-এএ