আওয়ার ইসলাম: করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে বিশ্বের নানান দেশে। এর মধ্যে শীর্ষে ইরান। আক্রান্ত ও মৃতের দিক থেকে চীনের পরেই রয়েছে দেশটির অবস্থান। ইরানে ইতিমধ্যে প্রেসিডেন্টের এক উপদেষ্টাসহ ২ শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
পরিস্থিতি কঠিন হয়ে ওঠায় সেখানে ৫৪ হাজার বন্দীকে কারাগার থেকে মুক্তি দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এমন পরিস্থিতি দেশটির বাণিজ্যমন্ত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। সতুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির খবরে বুধবার (০৪ মার্চ) এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ইরানের একটি অনলাইন সংবাদমাধ্যমের বরাত দিয়ে আনাদলুর খবরে বলা হয়েছে, বাণিজ্যমন্ত্রী জেরা রহমানির মেডিকেল টেস্ট করার পর তার শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। তাকে বর্তমানে তেহরানের ইমাম খোমেনি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে ইরানে উচ্চ পর্যায়ের একাধিক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। এর মধ্যে ২৩ জন সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা রয়েছেন।
এছাড়া ইরানের ভাইস প্রেসিডেন্ট মৌসুমী এবতেকার, ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরিও করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত ২ হাজার ৩০০ মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে সরকারি হিসেবে। সরকারি কর্তৃপক্ষের হিসেবে মৃত্যুর সংখ্যা ৭৭ জন।
-এটি