আবদুল্লাহ তামিম
বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে ওমরার নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে সৌদির হজমন্ত্রণালয়ে হাজার হাজার ফোন এসেছে এ পর্যন্ত।
গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি কেভিড নভেল বা করোনাভাইরাসের কারণে সৌদি আরব ওমরা সাময়িক স্থগিতের ঘোষণা দেয়। এরপর থেকে এ নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে প্রায় ৩,১০৯টি টেলিফোন কল, ১,৩৭২টি ইমেল এসেছে।
সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের সূত্রমতে জানা যায়, ২,৭৫০টি কল আরবিতে, ৩৫৯টি ইংরেজিতে ছিল। ২,০০১ ফোন সৌদির বাহির থেকে অন্যান্য দেশ থেকে এসেছে।
সৌদি আরব গত ২ ফেব্রুয়ারি মসজিদে নববির জিয়ারতকারী ও ওমরা কারীদের উপর এ নিষেধাজ্ঞা আরোপ করে, করোনাভাইরাসে আক্রান্ত থেকে নিরাপদ থাকার জন্য। তারা এ ঘোষণাটি হজযাত্রী ও ওমরাহ শিল্পের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও দেশের মানুষ, ওমরা আদায়কারীদের নিরাপত্তার কথা চিন্তা করেই দিয়েছে।
মন্ত্রণালয় ১ মার্চ জানায়, আমরা ওমরার ভিসা ফি ফিরিয়ে দেয়ারও চিন্তা করেছি, যেনো মানুষ ক্ষতিগ্রস্থ না হয়। এজেন্টদের সার্ভিস চার্জ ইত্যাদি ফিরিয়ে নিতে আমরা অনলাইন সুবিধা স্থাপন করেছি।
সৌদি হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ সেপ্টেম্বর, ২০১৮ থেকে আগস্ট ২, ২০১৯ পর্যন্ত প্রায় ৭,৪৫৭,৬৬৩ মানুষ ওমরা আদায় করেছেন।
সালাম গেটওয়ায় থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
-এটি