আবদুল্লাহ তামিম।।
এবার সৌদি আরবের নাগরিকদের জন্যও সাময়িক সময়ের জন্য ওমরা ও যেয়ারতে নবি সা. নিষিদ্ধ ঘোষণা করা হলো। এর আগে বিশ্বব্যাপী মহামারী ধারণ করা করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বর্হিবিশ্বের মুসল্লিদের জন্য ওমরা নিষিদ্ধ করা হয়।
আল আরাবিয়া ডটকমের বরাতে জানা যায়, আজ বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, অভ্যন্তরীণভাবেও ওমরা সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মক্কা মোকাররমা ও মদিনা মোনাওয়ারার সব প্রবেশ পথে কড়া পাহারা বসানো হবে।
সৌদি আরবের নিজস্ব নাগরিক কিংবা কোনো প্রবাসী হারামাইন এরিয়ায় প্রবেশ করতে পারবে না। তবে ওই নোটিশে মসজিদ এলাকার বাসিন্দাদের জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানা যায়।
প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে বর্হিবিশ্বের লোকদের জন্য ওমরা ও টুরিস্ট ভিসা দেওয়া বন্ধের ঘোষণা দেয় সৌদি আরব। এর পর থেকে মসজিদে হারাম ও মসজিদে নববিতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে, সৌদি আরবে সরেজমিন করোনা ভাইরাসের অবস্থা পর্যবেক্ষণকারী কমিটির ১৩ তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সদর দফতরে।
বৈঠকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে,যেই নাগরিকের ব্যাপারে করোনা ভাইরাস আক্রান্তের খবর দেওয়া হয়েছিল তিনি এখন ভাইরাস মুক্ত ও তার অবস্থা আশঙ্কা মুক্ত। সে ব্যক্তি বিশেষ পর্যবেক্ষণে আছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
কমিটি আরো জানায়, করোনাসহ সমস্ত প্রাণঘাতি ভাইরাস শনাক্ত করতে তাৎক্ষণিক একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিমে অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির ভাষ্যমতে টিমটি পুরোপুরি স্বচ্ছতার সাথে কাজ করবে। ভাইরাসের কোন চিহ্ন অথবা শক্তিশালী প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হবে।
ভাইরাসের খবর জানানোর ক্ষেত্রে কোন রকম গুজবের উপর নির্ভর না করতে জোর দাবি জানিয়েছে কমিটি। এছাড়াও কমিটি ভাইরাসের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে।
আল-আরাবিয়া থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
-এটি