আওয়ার ইসলাম: মাত্র ১০ টাকা দিতে রাজি না হওয়ায় এক যুবককে পুড়িয়ে মারল তার দুই বন্ধু। পাশবিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে। এ ঘটনায় দুই বন্ধু শুভম ও সুরজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গণেশের সঙ্গে বন্ধুত্ব ছিল স্থানীয় যুবক সুরজ ও শুভমের। গত ২২ তারিখ একটি এলাকায় গল্প করছিলেন তারা ৩ জন। সেসময় গণেশের থেকে ১০ টাকা চায় সুরজ ও শুভম। কিন্তু, তা দিতে রাজি হয়নি গণেশ।
বিষয়টি নিয়ে কথা কাটাকাটি শুরু হয় তাদের মধ্যে। এর মাঝেই হঠাৎ সঙ্গে থাকা পেট্রল গণেশের হাত ও শরীরে ঢেলে দেয় সুরজ। আর শুভম ম্যাচের কাঠি জ্বালিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা। এই দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই বন্ধু।
পরে মারাত্মক আহত অবস্থায় গণেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে টানা ৬ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শুক্রবার প্রাণ হারান গণেশ।
পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা থেকে ওই দুই যুবকের অপরাধের সমস্ত প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রথমে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হলেও শুক্রবার গণেশের মৃত্যুর পর চার্জশিটে খুনের ধারা সংযুক্ত করা হয়েছে
-এটি