আওয়ার ইসলাম: পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার এ ভয়াবহ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
পাকিস্তানি সংবাদ সংস্থা দ্য ডন’র প্রতিবেদনে বলা হয়েছে, সুক্কুর জেলার রোহরি স্টেশনের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রোহরি স্টেশনের কাছে কান্ধরা ক্রসিং দিয়ে পেরোচ্ছিল যাত্রিবাহী বাসটি। সেসময় দুরন্ত গতিতে আসা পাকিস্তান এক্সপ্রেস ট্রেনটি ওই বাসে ধাক্কা মারে। ধাক্কায় দুমড়ে-মুচড়ে বহু দূরে ছিটকে পড়ে বাস।
এতে বাসটির অন্তত ৩০ যাত্রী নিহত এবং আরও অর্ধশতাধিক যাত্রী আহত হন। হতাহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
সুক্কুর জেলার পুলিশ কমিশনার সফিক আহমেদ মাহেসার জানান, ‘করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী ‘৪৫ আপ পাকিস্তান এক্সপ্রেস’ ট্রেনটি একটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রমের সময় পাঞ্জাবগামী বাসটিকে আঘাত করে। এতে বাসটিকে তিন টুকরা হয়ে প্রায় ২০০ ফিট দূরে গিয়ে আছড়ে পড়ে। এ সময় আহতদের চিৎকারে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়।’
দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন। হতাহতদের সবাই বাসে থাকা যাত্রী বলেও জানান তিনি।
ঘটনাস্থলে থাকা সিনিয়র রেলওয়ে কর্মকর্তা তারিক কলাছি বলেন, উদ্ধার অভিযান চলছে কিন্তু অন্ধকারের জন্য অনেক দুর্বোধ্য হয়ে পড়েছে।
এর আগে গত বছরের অক্টোবরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুর শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে যাওয়ার ঘটনায় অন্তত ৭৩ যাত্রী নিহত হয়েছিল।
-এএ