আওয়ার ইসলাম: পশ্চিম তীরে ফিলিস্তিন ভূখণ্ডে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের অবেদন করেছে আরব লীগ। হেবরন মসজিদ হত্যাকাণ্ডের ২৫তম বার্ষিকীতে দেয়া বক্তব্যে এ কথা বলেন আরব লীগের উপ-মহাসচিব সায়িদ আবু আলি।
তিনি বলেন, এ অঞ্চলের মানুষের নিরাপত্তা ও মানবিক দিক বিবেচনা করে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে সমর্থন দিয়েছে আরব লীগ। জাতিসংঘে একটি আবেদনও করা হয়েছে। বক্তব্যে ফিলিস্তিনি নাগরিকদের সমর্থনে এবং তাদের সম্পদ রক্ষার্থে জেনেভা কনভেনশন কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হেবরন মসজিদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ওই এলাকা দখল করতে ইসরায়েলি প্রশাসন মুসল্লিদের ওপর আগ্রাসন চালাচ্ছে। স্থানীয়দের নানাভাবে হয়রানি করে সেখান থেকে তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এমনকি নামাজ আদায় করতে বাধা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি ইসরায়েলি সেনাদের হামলায় হেবরন মসজিদে থাকা ৩০ জন মুসল্লি নিহত হয়। আহত হয় ১৫০ জন মুসল্লি।
-এটি