আওয়ার ইসলাম: গত বছরে হজ মৌসুমের পর্যবেক্ষণ ও সমস্যাগুলি সমাধান করার লক্ষ্যে, হজ-ওমরাহ মন্ত্রনালয় হজ ব্যবস্থার সাথে জড়িত বেশ কয়েকটি সংস্থা-এজেন্সির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে।
আল আরাবিয়ার খবরে আরো বলা হয়, হজ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিবের সভাপতি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে আল্লাহর মেহমানদের সুবিধা ও তাদের কাজগুলো সহজীকরণের জন্য তাদের সেবার প্রতি জোর দেয়া হয়েছে। পাশাপাশি হাজিদের সহযোগিতা সম্প্রসারণে অবদান রাখে এমন আধুনিক প্রযুক্তি ও হজ পরিকল্পনাগুলির সাফল্যের লক্ষ্যে মতামত ও ধারণা বিনিময় করা হয়।
এছাড়াও জননিরাপত্তা, সিভিল ডিফেন্স, সুবিধা ও সুরক্ষা, বিশেষ জরুরি বাহিনী, সাধারণ ট্রাফিক বিভাগ, মক্কা আল-মুকাররমাহ অঞ্চল নিয়ে আলোচনা করা হয়।
মক্কা মুকররমাহর সচিবাগণ, হজ ও ওমরাহ গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক , জেলা সংস্থা এবং সমন্বিত কাউন্সিলের সদস্যগণ উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।
আল-জাজিরা অবলম্বনে আব্দুর রহমান শরীয়তপুরী
-এটি