শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭

শিরোনাম :
খেজুর গাছ প্রতীকে ভোট চাইলেন তারেক রহমান ‌‘প্রধানমন্ত্রীর ফ্যাসিস্ট হওয়া রুখে দিতে গণভোটের বিকল্প নেই’ মুরাদনগরে হাতপাখার পক্ষে উৎসবমুখর প্রচারণা হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সংবর্ধনা দেবে মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ ১২ তারিখে জনগণের রায় হবে জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে: আরমান ভোটে লড়ছেন আমিরসহ খেলাফত আন্দোলনের ৮ প্রার্থী এবার সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য জামায়াত প্রার্থী আমির হামজার সিলেট-৫: দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জে গণসংযোগ একজন তো দিল্লি গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায় : তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট : প্রধান উপদেষ্টা

আসামের সব মাদরাসা বন্ধ করে দিচ্ছে বিজেপি সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার আসামের সরকারি মাদরাসা ও সংস্কৃতি কেন্দ্র বন্ধ করে দিতে যাচ্ছে ভারতের বিজেপি সরকার। আগামী ৬ মাসের মধ্যে এসব প্রতিষ্ঠানগুলোকে সাধারণ বিদ্যালয়ে পরিণত করা হবে। আজ বৃহস্পতিবার দেশটির গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

রাজ্য বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বরাতে গণমাধ্যমে উল্লেখ করা হয়, ধর্ম, ধর্মগ্রন্থ এবং আরবির মতো ভাষা শিশুদের শেখানো কোনো ধর্মনিরপেক্ষ সরকারের কাজ নয়। তাই দশকের পর দশক ধরে চলা এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আসামে কোনো স্বতন্ত্র বোর্ড ছাড়াই মাদরাসা ও সংস্কৃতি কেন্দ্রগুলো চলছে। তাছাড়া প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক সমমানের সনদ পায় বলে অনেক সমস্যার সৃষ্টি হয়। তাই এগুলোকে সাধারণ বিদ্যালয়ে পরিণত করা হবে।

রাজ্যে প্রায় ১২০০ সরকারি মাদরাসা ও ২০০ সংস্কৃতি কেন্দ্র রয়েছে। এছাড়া ২ হাজার বেসরকারি মাদরাসা আছে। সেগুলোতেও কড়া নিয়ম আরোপ করা হবে বলে জানান হিমন্ত বিশ্বশর্মা।

এদিকে বিজেপি সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে বিভিন্ন সংগঠন। তারা বলছে, মুসলিম বিদ্বেষী মানসিকতা থেকেই মোদি সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে।

এর আগে ২০১৭ সালে মাদরাসা ও সংস্কৃতি কেন্দ্রগুলোকে মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় নিয়ে আসে রাজ্য বিজেপি সরকার। এবার তা পুরোপুরি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ