সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


করোনা ঠেকাতে ভাইরাস ২০ হাজার মানুষকে মেরে ফেলতে চায় চীন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশটির ২০ হাজার আক্রান্ত রোগীকে মেরে ফেলতে চায় শি জিনপিংয়ের সরকার। এ জন্য সরকার দেশটির আদালতের কাছে অনুমতি চেয়েছে। এ সংক্রান্ত একটি খবর অনলাইনে ছড়িয়ে পড়েছে। কিন্তু নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর প্রকাশ করেনি।

জানা যায়, ‘ab-tc.com’ ওয়েবসাইটে ‘City News’ নামক একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ওই খবর দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এই সময়। ‘সিটি নিউজ’ এর ওই প্রতিবেদনের শিরোনামে বলা হয়, ভবিষ্যতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আদালতের কাছে ২০ হাজার আক্রান্ত রোগীকে মেরে ফেলার অনুমতি চায় চীন।

প্রতিবেদনের ভেতরের অংশে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে শুক্রবার আক্রান্ত ব্যক্তিদের গণহত্যার অনুমোদন দিবে চীনের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্ট।

প্রতিবেদনে আরো বলা হয়, চীন সরকার আদালতকে বলেছে, এই ভাইরাসের কারণে চীন স্বাস্থ্যকর্মীদের হারাচ্ছে। প্রতিদিন অন্তত ২০ জন স্বাস্থ্যকর্মী এই মরণঘাতী ভাইরাসে সংক্রমিত হচ্ছে। হাসপাতালে ভর্তি করোনাভাইরাস আক্রান্ত রোগীরা কেবল তাদের মৃত্যুতে দিন গুণছে তা নয়, বরং হাসপাতালে চিকিৎসা নেওয়ায় অন্যদের সংক্রমিত করছে।

তবে ইংরেজিতে লেখা সেই প্রতিবেদনে প্রথম বাক্যেই China- এর বানান লেখা হয়েছে Chhina। এ ছাড়া প্রতিবেদনটি কারো নাম ছাড়াই শুধু স্থানীয় সংবাদদাতা উল্লেখ করে প্রকাশ করা হয়েছে। অন্য কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম বা চীনের স্থানীয় কোনো মাধ্যমে এই খবর প্রকাশ করা হয়নি। প্রতিবেদনটির নিচে কোনো ডিসক্লেইমার দেওয়া হয়নি। এমনকি এটি কোনো ফিকশন নাকি স্যাটায়ার সে বিষয়েও কিছু বলা হয়নি।

প্রতিবেদনটির বিষয়ে 'এই সময়' বলছে, Snopes fact-check-এর পক্ষ থেকে প্রতিবেদনটির সমালোচনা করে বলা হয়েছে, এটি একটি ভুয়া খবর। এই ধরনের খবর বিশ্বাস করা যাবে না। এমনকি চীনের সুপ্রিম পিপলস কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই ধরনের কোন বার্তা দেওয়া হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ