শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


রাসূলের নাম শুনে হাতে চুমু দেয়া বিদআত : দেওবন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মোস্তফা ওয়াদুদ কাসেমী: প্রিয় নবি সা. এর নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। কিন্তু কেউ কেউ রাসূল সা. এর নাম শুনে দরুদ না পড়ে হাতে চুমু দেন। চোখে বুলান দুহাত। বিশেষত আজানের সময় এমনটা করে থাকেন। আমাদের ভারতীয় উপমহাদেশে এর রীতি অনেক বেশি। এভাবে হাতে চুমু দেয়া বা চোখে হাত বুলানো কী জায়েজ?

দারুল উলুম দেওবন্দ থেকে আজ এ ব্যাপারে ফতোয়া প্রকাশ পেয়েছে। দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত ফতোয়ায় বলা হয়েছে, হুজুর সা. এর নাম শুনে বিশেষ করে আজানের সময় হাতে চুমু দেয়া বিদআত। শরীয়তে এরকম আমল প্রমাণিত নেই। আর হাদিসে যা পাওয়া যায় তা মাওজু।

দলীল: وذکر ذلک الجراحی وأطال، ثم قال: ولم یصح فی المرفوع من کل ہذا شیء

(রদ্দুল মুহতার, খণ্ড-২, পৃষ্ঠা- ৬৮, যাকারিয়া বুক ডিপো, দেওবন্দ থেকে প্রকাশিত)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর