শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


রমজানে নিউজিল্যান্ডের নিরাপত্তায় কাজ করছেন মুসলিম নেতারাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাসে নিউজিল্যান্ডে যাতে কোনও সহিংস ঘটনা না ঘটে সেজন্য দেশটির পুলিশের পাশপাশি কাজ করছেন মুসলিম নেতারা।

নিউজিল্যান্ডের ‘ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস’-এর প্রেসিডেন্ট মুস্তাফা ফারুক জানিয়েছেন, ‘আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া রমজানে আমরা আমাদের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’

তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ডজুড়ে অবস্থিত বিভিন্ন মসজিদে মুসলিমদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। আমরা তাদের কাজে সহযোগিতা করে যাচ্ছি।’

গত ১৫ মার্চ শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় প্রথমে আল নূর মসজিদে ঢুকে সেমি অটোমেটিক রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালায় অস্ট্রেলীয় নাগরিক ও বর্ণবাদী সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট। পুরো ঘটনা সে হেলমেটে বসানো ক্যামেরা দিয়ে ফেসবুকে লাইভ করেন।

আল নূরে হত্যাযজ্ঞ চালিয়ে গাড়ি নিয়ে ট্যারেন্ট যায় পাঁচ কিলোমিটার দূরে লিনউড মসজিদে। সেখানেও একই কায়দায় গুলি শুরু করে সে। একপর্যায়ে মসজিদের খাদেম ঝুঁকি নিয়ে এগিয়ে গিয়ে অস্ত্র কেড়ে নিলে বাইরে অপেক্ষায় থাকা গাড়িতে উঠে পালিয়ে যায় ট্যারেন্ট।

কেপি


সম্পর্কিত খবর