বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

অ্যান্ড্রয়েড ফোনের ২টি কমন সমস্যা ও সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হঠাত্ করে অ্যান্ড্রয়েড ধীরগতির হয়ে যায় ও আশানুরূপ পারফরম্যান্স প্রদান করতে পারে না। অ্যান্ড্রয়েডের জন্য কমন দুটি সমস্যার সহজ সমাধানের কথা তুলে ধরা হলো এ লেখায়...

১. স্টোরেজ ফাঁকা করা: ব্যবহার করতে গিয়ে বিভিন্ন ধরনের ফাইল, অ্যাপ্লিকেশন কিংবা মুছে ফেলা অ্যাপ্লিকেশনের ফেলে যাওয়া ফাইলের কারণে অ্যান্ড্রয়েডের স্টোরেজ ক্রমেই কমতে থাকে। অ্যান্ড্রয়েডের বিল্ট-ইন স্টোরেজ বাড়তি থাকলে কাজে সুবিধা হয়।

সে কারণে অ্যাপ্লিকেশনগুলোকে মাইক্রোএসডি কার্ডে রাখতে পারলে ভালো হয়। ক্যামেরার ছবিগুলোও কার্ডে সংরক্ষণ করা প্রয়োজন।

আর অ্যাপ্লিকেশনগুলো মুছে দিলে এগুলোর ফেলে যাওয়া ফাইলকেও খুঁজে ফেলে দিলে স্টোরেজ খানিকটা হলেও ফাঁকা হবে।

২. র‌্যাম ফাঁকা করা: অ্যান্ড্রয়েডে ২ জিবি বা তার বেশি র্যাম থাকলে র্যাম নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। কিন্তু ১ জিবি বা তার কম র্যাম থাকলে সমস্যা দেখা দিতে পারে।

এক্ষেত্রে অনেক অ্যাপ্লিকেশন একসাথে চালালে অ্যান্ড্রয়েড ধীরগতির হয়ে যায়। সিস্টেম অ্যাপসগুলো মূলতই বিল্ট-ইন স্টোরেজে রাখতে হয়।

এর বাইরের অ্যাপ্লিকেশনগুলোকে তাই কার্ডে রাখা ভালো। র্যামকে গতিশীল রাখার জন্য ব্যবহার করা যেতে পারে ‘ক্লিন মাস্টার’ অ্যাপ্লিকেশন।

এটি র্যাম ফাঁকা করার সাথে সাথে ইন্টার্নাল মেমোরিকেও ফাঁকা করতে সহায়তা করে। অ্যাপস আনইন্সটল এবং টেম্পোরারি ফাইল দূর করতেও এটি সহায়তা করে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ