আওয়ার ইসলাম: আগুনে প্রতিনিয়তই মানুষ পড়ুছে। ঝরছে তাজা প্রাণ। সামান্য অসতর্কতার জন্য ঘটে যাচ্ছে আগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনা।
ইসলাম বলে মানুষ আল্লাহর অবাধ্যতায় মাত্রা অতিক্রম করলে বিভিন্ন ধরনের আজাব-দুর্ভোগ নেমে আসে। তাই পার্থিব ও অপার্থিব সতর্কতা দুইটিই সদা কাম্য।
আবদুল্লাহ ইবনে উমর ইবনুল আস রা. থেকে বর্ণিত হাদিসে রাসুল সা. বলেন, ‘তোমরা যখন কোথাও আগুন দেখো, তখন তোমরা তাকবির দাও। কেননা, তাকবির আগুন নিভিয়ে দেবে। (তাবরানি, হাদিস নং: ১/৩০৭)
তাকবির হলো: আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ : আল্লাহ মহান। আল্লাহ মহান।
ইমাম ইবনে তাইমিয়া রহ. বলেন, ‘এ জন্য নামাজ, আজান ও ঈদের নিদর্শন হলো তাকবির। উঁচু স্থানগুলোতে অথবা কোনো যানবাহনে আরোহন করলে তাকবির পাঠ করা মুস্তাহাব। আগুন যত প্রলয়ঙ্করী হোক; তাকবিরের মাধ্যমে তা নিভে যায়। আর আজানের মাধ্যমে শয়তান পলায়ন করে। (আল-ফাতাওয়া আল-কুবরা: ৫/১৮৮)
তাই অগ্নিকাণ্ডে আশপাশে যারা থাকে তাদের জন্য উচিত হলো আজান দেয়া।
আরআর
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        