শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


'শার্লি এঁবদো'র মতো মার্চ কেন করছেন না: পশ্চিমা নেতাদের প্রতি তুর্কি মুখপাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজ্জাদ আকবর : তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইবরাহিম কালিন নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার জেরে পশ্চিমা গণমাধ্যমকে আয়নায় স্বরূপ দেখার আহ্বান জানিয়েছেন।

শনিবার এক টুইট বার্তায় কালিন বলেন, যারা ফ্রান্সে শার্লি হেবদোর ঘটনায় মার্চ করেছিলেন, তারা আজ কোথায়, নিউজিল্যান্ডের মুসলমানদের জন্য কি তারা মার্চ করবেন না?

নিউজিল্যান্ডের মসজিদে পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিক্ষোভ জানিয়ে কালিন পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলোর রহস্যজনক নিরবতারও তীব্র নিন্দা জানান।

https://twitter.com/ikalin1/status/1106804964112912384

২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে ইসলামের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিক্রিয়ায় শার্লি এঁবদো ম্যাগাজিনের ১২ কর্মকর্তাকে হত্যা করেন বন্দুকধারীরা। সেই ঘটনার নিন্দা জানাতে পশ্চিমা নেতারা একত্রে মার্চ করেছিলেন। তুর্কি মুখপাত্র ইবরাহিম কালিন সেই ঘটনার কথা স্মরণ করিয়ে এ টুইট করলেন।

সূত্রঃ ইয়েনি সাফাক


সম্পর্কিত খবর