শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ভার্চুয়াল মুদ্রা আনছে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি আনছে ফেসবুক। প্রতিষ্ঠানটির অন্তত ৫০ জন প্রকৌশলী ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছেন। সেই কাজের অগ্রগতির ওপর নজর রাখছেন স্বয়ং মার্ক জাকারবার্গ।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরেই প্রতিষ্ঠানটি নিজেদের ক্রিপ্টোকারেন্সি নিয়ে হাজির হবে।

প্রতিষ্ঠানটিও চাইছে আগামী বছরে নিজেদের ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসতে। ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছেন এমন এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, যেহেতু প্রকল্পটি খুবই গোপনীয়; তাই বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয়। তবে এটা ঠিক, আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছি। তিনি জানান, এই কারেন্সি হোয়াটসঅ্যাপেও ব্যবহার করা যাবে।

বর্তমানে ফেসবুকের মাসে ২৭০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। ফেসবুক মেসেঞ্জারের ইনচার্জ ডেভিড মার্কাস গত বছর বলেছিলেন, তারা ছোট একটি গ্রুপ করে সেখানে এই ডিজিটাল মুদ্রাকে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেটা নিয়ে পরিকল্পনা করছেন। আর এটি আনা হলে তা ফেসবুকের সব ধরনের প্রতিষ্ঠানেই ব্যবহার করবে।

আরএম/


সম্পর্কিত খবর