সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


নিউইয়র্কে রিজার্ভ চুরির মামলা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ চুরির ঘটনায় আজ বুধবার নিউইয়র্কে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।

তিনি সংবাদ মাধ্যমকে জানান, নিউর্য়কের ফেডারেল সাউদার্ন কোর্টে মামলাটি দায়ের করা হবে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল সেখানে অবস্থান করছে।

আজ বুধবার দুপুরে ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণার সময় গর্ভনর এসব তথ্য জানান। এসময় তিনি বলেন, নিউইয়র্ক সময় ৩০ জানুয়ারির মধ্যে মামলাটি দায়ের করা হবে।

এরই মধ্যে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। তবে কার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং কত টাকা ক্ষতিপূরণ চাওয়া হবে, তা শিগগিরই জানানো হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রির্জাভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা। আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তিন বছর পূর্ণ হতে চলেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে এই অর্থ চুরি করা হয়।

গত ২০ জানুয়ারি সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও জানিয়েছিলেন, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় নিউইয়র্কের আদালতে মামলা করা হবে জানুয়ারি মাসেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ