আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার ইস্কাটনে জোড়া খুনের মামলার সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন আদালত। আর ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সাজা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ মঞ্জুরুল ঈমাম এই রায় ঘোষণা করেন।
বিচারক রায় ঘোষণার সময় বলেন, আসামিকে এই হত্যা মামলায় ৩০২ ধারায় অভিযুক্ত করা হয়েছে। এই ধারায় তার ফাঁসির সাজা হওয়ার বিধান রয়েছে। কিন্তু ঘটনার সময় আসামি রনি মাতাল থাকায় তার মানসিক অবস্থা বিবেচনায় এনে মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি রনিকে আদালতে হাজির করা হয়। ১৫ জানুয়ারি অধিকতর যুক্তিতর্কের শুনানি শেষে বুধবার রায় ঘোষণার দিন ঠিক করেন আদালত।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোঁড়া হয়।
অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ওই বছরের ১৫ এপ্রিল অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় হত্যা মামলা দায়ের করার পর তাকে আটক করে পুলিশ।
-এটি