আওয়ার ইসলাম: দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন দেশের ২০ লাখেরও বেশি অভিবাসী বাস করেন। সম্প্রতি দেশটিতে বেশ কয়েকজন বাংলাদেশী নাগরীক সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন।
গত এক সপ্তাহে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিন বাংলাদেশী। নিহতদের স্বজনরা বলছেন, দাবিকৃত চাঁদা না পেয়ে স্থানীয় সন্ত্রাসীরা তাদের হত্যা করেছে।
গত ২৩ জানুয়ারি রাতে নর্থ-ওয়েস্ট প্রভিন্সের রাস্টেনবার্গে নিজের দোকানে মহিন উদ্দিন মহিন (৪০) নামে এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।নিহতের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঞার চন্দ্রদ্বীপ গ্রামে।
২৭ জানুয়ারি জোহানেসবার্গে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন সিরাজুল ইসলাম মোল্লা নামে এক বাংলাদেশী। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সিরাজুল মাদারীপুরের সন্ন্যাসীর চর গ্রামের হাজী নুর উদ্দিনের ছেলে।
একই দিন বিকেলে দেশটির জুলুনাটাল প্রভিন্সের পিটা মেরিজবার্গে মোহাম্মদ শাহপরান নামে আরেক বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হন।
নিহত শাহপরানের গ্রামের বাড়ি ফেনীর মহিপালের মধ্যম চাডিপুরে। পেয়ার আহাম্মদ ভূঁইয়ার ছেলে।
-আরএইচ