সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


২১ আগস্ট: আত্মসমর্পণের পর কারাগারে দুই আসামি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত পলাতক দুই আসামি পুলিশের সাবেক উপকমিশনার (ডিসি পূর্ব) ওবায়দুর রহমান ও (ডিসি দক্ষিণ) খান সাইদ হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক শাহেদ নূর উদ্দিন জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন বলে জানা যয়।

আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ নজরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন।

গত ১০ অক্টোবর ঘোষিত মামলাটির রায়ে এ দুই আসামি পলাতক অবস্থায় দণ্ডবিধির ২১২ ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে অভিযুক্ত আসামিদের প্রশ্রয় দেওয়া এবং ২১৭ ধারায় অপরাধীদের শাস্তি থেকে বাঁচানোর চেষ্টার অভিযোগে ও ২০১ ধারায় অপরাধীকে বাঁচানোর জন্য সাক্ষ্যপ্রমাণ অদৃশ্য করার অভিযোগে প্রত্যেক ধারায় দুই বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেক ধারায় ৫০ হাজার টাকা করে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে প্রত্যেক ধারায় ৬ মাস করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। রায়ে প্রত্যেক ধারার সাজা একযোগে চলবে বলে উল্লেখ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ