সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


শপথ নেয়ার খবর অসত্য, ভিত্তিহীন: গণফোরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরাম দুটি আসনে জয়লাভ করেছিল। পরে নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে জোটের সিদ্ধান্ত অনুযায়ী গণফোরামের দুইজনসহ ঐক্যফ্রন্টের নির্বাচিত সাংসদরা শপথ নেননি।

কিন্তু সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছিলো, সংসদে যেতে শপথ নিচ্ছেন ঐক্যফ্রন্টের দুই প্রার্থী। এরমধ্যেই জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিদের শপথ না নেয়ার সিদ্ধান্ত বহাল আছে বলে জানালেন গণফোরামের সাধারণ সম্পাদক ও ফ্রন্টের প্রধান সমন্বয়ক মোস্তফা মোহসীন মন্টু।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মোস্তফা মোহসীন মন্টু শপথ না নেয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তথা জনগণের ভোটের অধিকার আদায়ের লক্ষে জাতীয় ঐক্য গঠিত হয়েছিল। জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য সুদৃঢ় ও অটুট আছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গণফোরাম তথা জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে যোগদান করছেন এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি অসত্য এবং ভিত্তিহীন।

গণফোরামের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদে যোগ দেয়ার বিষয়ে গণফোরাম এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি। জাতীয় ঐক্যফ্রন্টের শপথ না নেয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে। বিজ্ঞপ্তিতে পত্র-পত্রিকায় বিভ্রান্তিমূলক বক্তব্য না দেয়ার জন্য সকলকে অনুরোধ করা হয় গণফোরাম থেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ