সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


রাজধানী ঢাকার বায়ুদূষণ রোধে হাইকোর্টে রুল জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার বায়ুদূষণ বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। রুল জারির পাশাপাশি বায়ুদূষণ রোধে ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন আদেশও দেন আদালত।

আজ সোমবার (২৮ জানুয়ারি) এক আবেদনের শুনানি নিয়ে উক্ত রিট আবেদনের শুনানি করে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী ১৫ দিনের মধ্যে রাজধানীর যেসব এলাকা ঘেরাও করে উন্নয়ন কর্মকাণ্ড চলছে; পরের দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে আদালতকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে এই আদেশে।
পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ও ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাহী

কর্মকর্তাদেরকে উক্ত আদেশ পালন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ