আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই নতুন নিযুক্ত হোন নৌবাহিনীর প্রধান। এ নবনিযুক্ত নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীকে র্যাংক ব্যাচ পরালেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
আজ রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন নৌবাহিনী প্রধানকে র্যাংক ব্যাচ পড়ানো হয়। পরে গণভবন থেকে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান আওরঙ্গজেব চৌধুরী। শনিবার নৌবাহিনী প্রধানের দায়িত্ব নেন তিনি।
আওরঙ্গজেব চৌধুরীর জন্ম ১৯৫৯ সালে ফেনী জেলায়। তিনি ১৯৭৮ সালের জুনে নৌবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন। এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী এরআগে কোস্ট গার্ডের মহাপরিচালক ছিলেন।
-এটি