ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি>
ক’দিন ধরেই ইসলামি অঙ্গনের আলোচ্য ইস্যু ‘পাসপোর্ট’। হেফাজত মহাসচিব, হাটহাজারী মাদরাসার সহকারী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফিরিয়ে দেয়ার দাবিতে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
হেফাজত মহাসচিব বার্ধক্যজনিত রোগসহ দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত। চট্টগ্রাম ও ঢাকার প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। বাবুনগরীর অসুস্থতার খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার আলোচনা উঠে আসছে। অভিযোগ করা হয়, বাবুনগরীকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার।
পাসপোর্ট ফিরিয়ে দেয়ার দাবিতে ২০১৮সালের জুলাই মাসে হেফাজতের হাটহাজারী শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলের ঘোষণা এলেও পাসপোর্ট ফিরিয়ে দেয়ার প্রশাসনিক আশ্বাসে রাতেই কর্মসূচি উঠিয়ে নেয়া হয়েছিলো।
পাসপোর্টে এখন কোথায়?
পাসপোর্ট নাগরিক অধিকার। বিদেশ যাওয়ার প্রয়োজনে জনগণ পাসপোর্ট সংগহ করে থাকে। কিন্তু আল্লামা বাবুনগরীর পাসপোর্টে কিভাবে সরকারি হস্তক্ষেপ হলো এ নিয়ে অনুসন্ধানে জানা যায়, ২০১৩সালের ৫মে হেফাজতের শাপলা ট্রাজেডির রাতে গ্রেফতার করা হয় আল্লামা বাবুনগরীকে।পুলিশি রিমান্ডে গুরুতর অসুস্থ হলে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েকদিন পর উপরের নির্দেশে মুক্তি দেয়া হয় আল্লামা বাবুনগরীকে।
সে সময়ে হাসপাতালে পাশে থাকা বাবুনগরীর জামাতা মাওলানা আবদুল্লাহ জানান, ২০১৩ সালের পর থেকে হুজুর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। ডাক্তারগণ উন্নত চিকিৎসা নিতে বারবার দেশের বাইরে যেতে পরামর্শ দিলে আমরা বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তখন পাসপোর্ট অফিস হুজুরের পাসপোর্ট আটকে রাখে। এরপর অনেকবার আবেদন করেও কোনো লাভ হয়নি। হুজুর বর্তমানে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। ইচ্ছে থাকা সত্ত্বেও পবিত্র ভূমি মক্কা ও মদীনার যিয়ারতে যেতে পারছেন না।
হেফাজত নেতৃবৃন্দ যা বললেন:
হেফাজত আমীর, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী নিজেই আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফেরত নিতে চেষ্টা করছেন এবং সরকারের সাথে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন হাটহাজারী মাদরাসার সহকারি শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী।
হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশের শীর্ষ একজন ধর্মীয় ব্যক্তিত্বের পাসপোর্ট এভাবে জব্দ রেখে হুজুরকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারের উচিত হবে অনতিবিলম্বে আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট ফিরিয়ে দেয়া। পাশাপাশি হুজুরের সমস্ত মামলার নিষ্পত্তি করা।
প্রসঙ্গত, গত বছরের ২৩ জুলাই ক্লাস শেষে হঠাৎ অসুস্থবোধ করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। পেশার বেড়ে যাওয়ায় বেশ ক’বার বমি করেন তিনি। পরে তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো। তখন পাসপোর্ট ইস্যুতে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলো। প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আশ্বাসে আন্দোলনকারিরা তখন মাঠ থেকে ফিরে আসে। কিন্তু প্রশাসনের আশ্বাস আশ্বাসেই রয়ে গেলো।
-এটি