আওয়ার ইসলাম: কর্মস্থলে না থাকলে এবং সেবা না দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসক ও নার্সদের (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সব জেলায় সার্ভে করতে হবে, কোন হাসপাতালে ডাক্তার থাকে না। যারা হাসপাতালে থাকে না, সেবা দেয় না, তাদের ওএসডি করে রাখুন। চিকিৎসকদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে, তাদের অবশ্যই চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে৷ তা না হলে তাদের চাকরি থেকে চলে যেতে হবে।’
বেসরকারি মেডিকেল কলেজের দিকে আরও নজর দেওয়ার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘বেসরকারি মেডিকেল কলেজের প্রতি আরও নজর দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীরা যেন সঠিক শিক্ষা নিয়ে চিকিৎসক হন, সেজন্য মনিটরিং বাড়াতে হবে।’
শেখ হাসিনা বলেন, সরকার গঠনের পর থেকেই স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করেছে আমার সরকার। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা কমিউনিটি মেডিকেল স্থাপন করে দিয়েছি। এখন সারাদেশে অনেক চিকিৎসক দরকার।’
তিনি বলেন, ‘বেসরকারি মেডিকেল কলেজের প্রতি আরও নজর দেওয়া প্রয়োজন। মান ও সেবার উন্নয়ন প্রয়োজন। আগামীতে প্রতিটি বিভাগীয় শহরে আরও বড় মাপের হাসপাতাল গড়ে তোলা হবে।’
এখন নার্সদের উচ্চশিক্ষার সুযোগ আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নার্সরা সেবা দেবে না- এটা ঠিক নয়। নার্সদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’ মন্ত্রণালয়কে শিগগিরই নার্সদের কর্মপরিধি আরো সুনির্দিষ্টকরণের তাগিদ দেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
কেপি