আওয়ার ইসলাম: ভুঁইফোঁড় অনলাইন নিউজ পোর্টাল চিহ্নিত করা হচ্ছে জানিয়ে ‘রেজিস্ট্রেশনের সময় ভুঁইফোঁড়গুলো বাদ পড়ে যাবে’ বলে ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।
শনিবার (২৬ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এ ঘোষণা দেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘অনলাইনের প্রয়োজন আছে। তবে রেজিস্ট্রেশনের সময় ভুঁইফোঁড়গুলো বাদ পড়ে যাবে।’
অনেক সাংবাদিকের কাছে ভুয়া অ্যাক্রেডিটেশন কার্ড রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড রিভাইজ করা হবে।’
কেপি