সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


দুর্নীতিবাজরা সম্পদ ভোগ করার সুযোগ পাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতিবাজদের উপার্জিত টাকার সম্পদ ভোগ করার সুযোগ আর দেওয়া হবে না। আদালতের অনুসন্ধান চলাকালে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে স্থাবর-অস্থাবরসহ অবৈধ সম্পদের তথ্য-প্রমাণাদি পায়, ওই ক্ষেত্রে আদালতের অনুমতি সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির সম্পদ জব্দ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে আরো জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে নবগঠিত ‘অপরাধলব্ধ সম্পত্তি ব্যবস্থাপনা ইউনিট’-এর কার্যক্রম নিয়ে জরুরি ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এত দিন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্বে দুদকের দীর্ঘ অনুসন্ধানের পর মামলা হতো এবং দীর্ঘ তদন্তের পর আদালতে চার্জশিট দেওয়া হতো। চার্জশিট দেওয়ার পর আদালতের অনুমতি সাপেক্ষে সম্পদ অবৈধ জব্দ করতে পারত দুদক। এখন প্রাথমিক অনুসন্ধান চলাকালেই সম্পদ জব্দ করা যাবে।

এ বিষয়ে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী জানান, এখন থেকে দুর্নীতির অনুসন্ধান বা তদন্তকালেই অবৈধভাবে অর্জিত সম্পত্তি তদন্তকালেই দুদকের আওতায় নিয়ে আসা হবে। কোনোক্রমেই দুর্বীতিবাজ কিংবা অন্য কাউকে এ সম্পদ ভোগ করতে দেওয়া হবে না। ওই সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে দুদক।

মুনীর চৌধুরী আরও জানান, ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত দুদকের মামলায় যত সম্পদ ফ্রিজ বা ক্রোক হয়েছে, তা-ও দুদকের আওতায় নিয়ে আসা হবে।’ ওই সময় সভায় উপস্থিত ছিলেন মহাপরিচালক (আইন) মঈদুল ইসলাম। তিনিও গণমাধ্যমকে একই কথা বলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ