আওয়ার ইসলাম: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পবিত্র ওমরা পালন করেছেন। গত বৃহস্পতিবার রাতে সপরিবারে তিনি সৌদি আরব যান। পরদিন শুক্রবার পবিত্র ওমরা পালন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ওমরা করার জন্য ভিসা চেয়েছিলেন। সৌদি আরব তার পরিবারসহ সফরসঙ্গী ১৫ জনকে রাজকীয় অতিথি হিসেবে ভিসা দেয়। মহানবি হজরত মুহাম্মদ সা.-এর পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনা শরিফ যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আগামী মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ফিরে আসবেন বলে কথা রয়েছে।
-এটি