সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


মনোনয়ন পত্র কিনলে সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের উপ-নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

শুক্রবার দুপুরে জাকিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার মামাতো বোন আনা মিলকি। এ আসনে নির্বাচনের জন্য তার ভাই সৈয়দ আশফাকও মনোনয়ন ফরম কিনেছেন।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ।

কিন্তু গত ৩ জানুয়ারি নিরঙ্কুশ জয়লাভ করা আওয়ামী লীগ যখন শপথ নেয় তখন সবাইকে কাঁদিয়ে পরপারে চলে যান তিনি।

এরপর সৈয়দ আশরাফের আসনটি শূন্য ঘোষণা করা হয়। আর গত মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) আগামী ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

উল্লেখ্য, শুক্রবার রাত পর্যন্ত চলবে মনোনয়ন ফরম বিক্রি চলবে। শনিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ