সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


সমন্বিত প্রচেষ্টায় মানবাধিকার নিশ্চিত করা সম্ভব: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিচারপ্রার্থী জনগণ, আইনজীবী ও বিচারকসহ সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

‘ফার্স্ট ন্যাশনাল প্রো-বোনো কনফারেন্স ইন বাংলাদেশ’ শিরোনামে ‘প্রো-বোনো ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন’ অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, প্রো-বোনো পরিভাষাটি বাংলাদেশে নতুন এবং এর মাধ্যমে ন্যায় বিচারে সবার সমান অধিকারকে নিশ্চিত করা বোঝায়, যা মানবাধিকারের অংশ। সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব।

বিচার বিভাগ জনগণের শেষ আশ্রয়স্থল। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের শান্তি প্রতিষ্ঠায় বিচার বিভাগের দায়িত্ব রয়েছে।

প্রধান বিচারপতি আরও বলেন, বর্তমানে দরিদ্র এবং অনগ্রসর জনগোষ্ঠী ও অসহায় নারীদের আইনি সেবা দিতে বিভিন্ন এনজিও ও সরকারি লিগ্যাল এইড সেবাদানকারী প্রতিষ্ঠান কাজ করছে, যা সত্যিই প্রশংসনীয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ