আওয়ার ইসলাম: বিএনপিতে বিভক্তির ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, এবারো সব চক্রান্ত ব্যর্থ হবে।
খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতে চক্রান্তের অংশ হিসেবেই খালেদা জিয়াকে বন্দি রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে শিগগিরই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথাও জানান মির্জা ফখরুল।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, ঢাকা উত্তর সিটি ও উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে কি-না সে সিদ্ধান্ত হবে আজ রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে।