সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


রোমের বাঙালি ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জুন মাসের পর পাসপোর্টে নাম কিংবা জম্ম তারিখ পরিবর্তন করলে কোনো প্রবাসী পাসপোর্ট পাবেন না বলে জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।

গত সোমবার দূতাবাসে রোমের স্থানীয় বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এ কথা জানান। রাষ্ট্রদূত সোবহান ইতালিতে বাংলা স্কুল এবং মসজিদ নির্মাণে সরকার আর্থিক সহায়তাসহ প্রবাসে বাংলা শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার উপরও গুরুত্বারোপ করেন।

এসময় ইমামদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত রোম-ঢাকা-রোম রুটে বাংলাদেশ বিমান পুনরায় চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। দূতাবাসের কাউন্সিলর এরফানুস হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় কাউন্সিলর সিকদার আশরাফুর রহমান, দূতাবাসের প্রথম সচিব শেখ সালেহ আহমেদ এবং এ এফ এম সায়েম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইমামদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালিউল্লাহ খান, মুহাম্মদ রাহমুতুল্লাহ, হাজী নূরো আলম, মাওলানা ফজলুল করিম, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা নায়েব দেওয়ান, মাওলানা নূর মুহাম্মদসহ অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ